শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৫

Digadz এ কাজ করবেন কিভাবে (How to work on Digadz)

আসসালামুয়ালাইকুম
আশা করি সবাই ভাল আছেন।
আজ আমরা digadz এ কাজ কিভাবে করতে হয় তা দেখব

Create Multiple Income Stream for FREE



১। প্রথমে আপনাকে আপনার digadz একাউন্টে লগিন করতে হবে ( এখনও যদি রেজিস্টার না করে থাকেন তাহলে
  এখান থেকে ফ্রি একাউন্ট খুলে নিন এবং ইমেইল থেকে একাউন্ট activate করে নিন )

২। এবার আপনার একাউন্টের ডান পাশে নিচের ছবির মত দেখতে পারবেন


   এখানে ৩ ধরনের এড আছে  ১) Dig value = এগুলো হল paid ad বা টাকার এড, ২) Dig bonuses=এগুলো দেখলে আপনি পরের দিন বোনাস হিসেবে কিছু পেইড এড পেতে পারেন ( এই এড গুলো আপনার ইচ্ছাধিন, আপনি  ইচ্ছা করলে এগুলো নাও দেখতে পারেন, ৩) Dig point= এগুলো হল পয়েন্টের এড

৩।এবার আপনি Dig point এ ক্লিক করবেন তাহলে নিচের ছবির মত পাবেন
  





এখানে দেখা যাচ্ছে একেক টা এড  ১২ পয়েন্টের। আপনি যেকোন ১ টাতে ক্লিক করবেন ( লাল চিহ্নিত স্থানে)

৪। এবার একটু নিচে নামলে দেখবেন টাইম কাউণ্ট হচ্ছে , সেটা শুন্য হয়ে গেলে তার নিচে Unlock points এ ক্লিক করবেন।নিচের ছবিটি দেখুন






৫। এবার আবার ২০ সেকেন্ড টাইম কাউন্ট হবে




৬। এখন ২০ সেকেন্ড পর উপরে কিছু ছবি আসবে, এগুলোর মধ্যে যে ছবিটি ২ বার আছে তার যে কোন ১ টা তে ক্লিক করবেন। নিচে দেখুন




৭। সঠিক ছবিতে ক্লিক করলে নিচের ছবির মত আসবে , এর পর close window তে ক্লিক করবেন





কাজ শেষ। এভাবে বাকি সবগুলো এড দেখতে হবে ।
বিঃদ্রঃ কোন কোন সময় ৬ নাম্বার ধাপের যে ২ টা ছবি আছে সেখানে ২ টা আসে না, সেক্ষেত্রে reload করলেই হবে ।

আপনার পয়েন্ট ৮০০ হলেই তার পর থেকে DIG VALUE এর পেইড এড পাবেন।
DIG VALUE এর এড গুলো উপরের নিয়মেই দেখা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন