মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫

কম্পিউটারের স্বাভাবিক গতি বা স্প্রিড বাড়ানোর উপায়



আমরা প্রতি দিন কম্পিউটারে সকলে কিছু না কিছু কাজ করে থাকি। আমরা যা কাজ করে থাকি
কম্পিউটারে সব ডাটা সেভ হয়ে থাকে। আমরা অনেকে নতুন জানিনা কিভাবে সেগুলো ডাটা ডিলেট
করতে হয়। ডিলেট না করলে এক সময় ডাটা গুলো জমা হতে হতে কম্পিউটারের স্বাভাবিক গতি বা
 স্প্রিড কমে যায়। কম্পিউটারের স্বাভাবিক গতি বা স্প্রিড কমে গেলে কি যে সমস্যা যারা সমস্যায়
পড়েছে তারাই জানে। আমি এরকম সমস্যাই পড়েছিলাম পরে এক পরিচিত বড় ভাই এর কাজ থেকে
একটা সফটওয়ার পাই যা দিয়ে জমে থাকা সব ডাটা বের করে ডিলেট করা যায়। এখন থেকে আপনি
পারবেন আপনার কম্পিউটারের স্বাভাবিক গতি বা স্প্রিড ধরে রাখতে। সফটওয়ারটি ডাউনলোড করে
ডবল ক্লিক করলে ডাটাগুলো আসবে এর পর ctrl+a এর পর ডিলেট।এভাবে প্রতিদিন ২/৩ বার।
ক্লিক করুন